ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিকের ২০নং ওয়ার্ডে ইভিএম চান আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
সিসিকের ২০নং ওয়ার্ডে ইভিএম চান আরিফ

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ২০নং ওয়ার্ডে  ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।

বুধবার (১৮ জুলাই) বিকেলে সিসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেওয়ার সময় পৃথক আরেকটি আবেদনে এ দাবি জানান।

এতে বলা হয়, ওই ওয়ার্ডে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ছাড়া সাধারণ কাউন্সিলর পদে কোনো নির্বাচন হবে না।

ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজাদুর রহমান আজাদ কাউন্সিলর ‘নির্বাচিত’ হয়ে গেছেন। এ কারণে ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডে ইভিএম পদ্ধতি চালু থাকলে ভোট কারচুপির আশঙ্কা থাকবে না।

রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, নির্বাচন কমিশন সিসিকের ৪নং ওয়ার্ডে আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যান্ড কলেজে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য নির্ধারণ করেছে। তবে আরিফুলের দাবির বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। এ ব্যাপারে কমিশন ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।