ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল সিটি অসাধুদের কবলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
বরিশাল সিটি অসাধুদের কবলে বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: বাংলানিউজ

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দুর্নীতিগ্রস্ত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) প্রতিষ্ঠালগ্ন থেকেই অসাধুদের কবলে। স্থানীয় উন্নয়নে ব্যাপক বরাদ্দ থাকলেও বিভিন্ন পরিক্রমায় তা বাস্তবায়ন শূন্যের কোঠায়। প্রত্যেক নির্বাচনে সরকারের অনেক টাকা বাজেট হয়, কিন্তু সে টাকা দিয়ে সরকার দলীয় প্রার্থীদের প্রোটেকশন দেওয়া হয়, যা ইতোপূর্বে খুলনা-গাজীপুরের নির্বাচনে লক্ষণীয়।

বুধবার (১৮ জুলাই) বিকেলে নগরের কাউনিয়া ও পলাশপুর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে নেই।

দলীয় নেতাকর্মীদের কল্যাণে আছে তারা। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী বিজয়ী হলে জনগণের টাকা কোনো নেতাকর্মীর পকেটে যাবে না, জনকল্যাণের জন্যই ব্যয় হবে, ইনশাআল্লাহ।

সভায় হাতপাখা মার্কার মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব, রাজনীতিবিদ ডা. সিরাজুল ইসলাম সিরাজীসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।