ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কথিত নগরপিতা নয়, খাদেম হতে চাই: জুবায়ের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
কথিত নগরপিতা নয়, খাদেম হতে চাই: জুবায়ের গণসংযোগ করছেন মেয়রপ্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: বাংলানিউজ

সিলেট: কথিত নগরপিতা হতে চাই না। নগরবাসীর খাদেম হিসেবে জীবনের সেরাটা তুলে ধরতে চাই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (২২ জুলাই) টেবিল ঘড়ি প্রতীকের সমর্থনে নগরীর বন্দরবাজার থেকে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের রয়েছে সৎ, যোগ্য ও আদর্শবান একঝাঁক সুনাগরিক।

এদের নেতৃত্বের প্রধান লক্ষ্য হচ্ছে পরিবর্তন ও উন্নয়ন। ৩০ জুলাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে টেবিল ঘড়ি প্রতীকের বিজয়ের মাধ্যমেই সিলেটে পরিবর্তন ও উন্নয়নের নবদিগন্তের সূচনা করবো। গণসংযোগ করছেন মেয়রপ্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।  ছবি: বাংলানিউজগণসংযোগকালে নাগরিক ফোরামের নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।  

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও জেলা দক্ষিণের আমির মওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসাইন খান, ২০ দলীয় জোট সিলেট মহানগর সদস্য সচিব ও নির্বাচনী প্রধান এজেন্ট হাফিজ আব্দুল হাই হারুন, নাগরিক ফোরামের সদস্য সচিব মো. ফখরুল ইসলাম, জেলা উত্তরের আমির সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর জামায়াতের সেক্রেটারি মওলানা সোহেল আহমদ, ২০ দলীয় জোট সিলেট জেলা সদস্য সচিব ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মওলানা লোকমান আহমদ, জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি মওলানা ইসলাম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন লেবারপার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রুপা, বিজেপি জেলা আহ্বায়ক মোজাম্মেল হোসেন লিটন, হেফাজতে ইসলাম সিলেটের সমন্বয়কারী মওলানা আসলাম রহমানী, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সহকারী মহাসচিব প্রিন্সিপাল মওলানা জহুরুল হক, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি ক্বারী আবু ইউসুফ চৌধুরী, এনডিপি জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাগপা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আহমদ লিটন, ইসলামী ঐক্যজোট মহানগর সেক্রেটারি ডা. হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি মওলানা রফিক বিন সিকান্দার, বিজেপি জেলা সদস্য সচিব ডা. একেএম নুরুল আম্বিয়া, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহজাহান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।