ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেষ সময়ে সিলেটে আ’লীগ প্রার্থীকে জাপার সমর্থন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
শেষ সময়ে সিলেটে আ’লীগ প্রার্থীকে জাপার সমর্থন সংবাদ সম্মেলনে জাপার প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহ্বায়ক এটিইউ তাজ রহমানসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিন শনিবার (২৮ জুলাই)। শেষ সময়ে এসে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের সমর্থন দিলো মহাজোটের অন্যতম শরিক দল জাতীয়পার্টি (জাপা)।

শনিবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরানকে সমর্থন দেয় জেলা ও মহানগর জাপা।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাপা দলের বর্তমান মহাজোট সরকারের অন্যতম শরীক দল হিসেবে সিলেট জেলা ও মহানগর জাপা মেয়র নির্বাচনে কার্যকরী ভূমিকা রাখবে।

চলমান মেয়র নির্বাচনে জেলা ও মহানগর জাপা সার্বিক উন্নয়নে সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্যে মহাজোট সরকারের শরিক দল হিসেবে আজ (শনিবার)থেকে মাঠে প্রচার-প্রচারণায় অংশ নিয়ে নৌকার বিজয়কে ত্বরান্বিত করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাপার প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহ্বায়ক এটিইউ তাজ রহমান।

তিনি বলেন, আজ আনুষ্ঠানিক সমর্থন দিলেও জাপা আগে থেকেই মাঠে নৌকার পক্ষে কাজ করছে।

সংবাদ সম্মেলনে মিসবাহ উদ্দিন সরাজ বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নৌকাকে সমর্থন দেওয়ায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ধন্যবাদ জানান তিনি।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহ্বায়ক এটিইউ তাজ রহমান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহানগরের আহ্বায়ক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট গিয়াস উদ্দিন, জেলার সদস্য সচিব উছমান আলী, জেলা জাপার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশরাকুল ইসলাম শামীম, জাপা নেতা সাব্বির আহমদ প্রমুখ।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আ'লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আ'লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী  জেলার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, জেলার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাছির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।