ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট দিয়েই ‘শঙ্কা’ জানালেন আরিফুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
ভোট দিয়েই ‘শঙ্কা’ জানালেন আরিফুল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আরিফুল হক চৌধুরী। ছবি: আবু বকর

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিজের ‘শঙ্কা’র কথা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নগরের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন করপোরেশনের বিগত মেয়াদের এই মেয়র।  

**জনগণের রায় মেনে নেবেন কামরান 

এরপর বাইরে অপেক্ষমান সাংবাদিকদের আরিফুল হক বলেন, গত রাতে একটি কেন্দ্রের আলো নিভিয়ে ফেলা হয়, জনগণ সেখানে গেলে বন্দুক দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়।

আমার আশঙ্কা প্রিসাইডিং অফিসার ব্যালটে সিল মেরে আলমিরাতে রেখে দিয়েছেন, যেকোনো সময় ব্যালট বক্সে ভরে দেবেন।

রায়নগরের একটি কেন্দ্রে সন্দেহভাজনদের ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আরিফুল হক।  

নির্বাচনের আগের দিন রোববার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে আওয়ামী লীগের প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়ে দেওয়া ফেসবুক পোস্ট নিয়ে বিএনপির এ প্রার্থী বলেন, নির্বাচনে বিজয়ের ব্যাপারে কী বলবো, সেটা তো জয় সাহেব আগেই মার্ক দিয়ে দিয়েছেন।

তিনি বলেন, জনগণ ভোট দিলে জনরায় মেনে নিতাম, জনগণের ভোট অন্য কেউ দিলে সেটা মেনে নেওয়া যায় না।

এই সিটিতে মেয়র পদে আরিফুল ছাড়াও আরও ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), নাগরিক ফোরামের ব্যানারে স্বতন্ত্র মেয়রপ্রার্থী নগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাত পাখা), সিপিবি-বাসদ মনোনীত মেয়রপ্রার্থী আবু জাফর (মই), সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ)।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।