ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট গণনার সময় সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
ভোট গণনার সময় সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু ভোট গণনার ছবি

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোট গণনার সময় হার্ট অ্যাটাকে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত সহকারী প্রিজাইডিং অফিসারের নাম মো. খালেকুজ্জামান।

তিনি পবা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা।  

রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ভোট কেন্দ্রে খালেকুজ্জামান সারাদিন দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গণনার সময় মেয়র প্রার্থীর ভোট গণনা শেষে হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়। এ সময় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খালেকুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।