ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জের ৬ আসনে ভোটার বেড়েছে ২ লাখ ৮৩ হাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
কিশোরগঞ্জের ৬ আসনে ভোটার বেড়েছে ২ লাখ ৮৩ হাজার

কিশোরগঞ্জ: ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলো ১৮ লাখ ৪৮ হাজার ৫০০ জন। 

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, তাতে মোট ভোটার দাঁড়িয়েছে ২১ লাখ ৩২ হাজার ১৬৪ জন। সে হিসেবে গত ৫ বছরে জেলার ছয়টি আসনে মোট ভোটার বেড়েছে ২ লাখ ৮৩ হাজার ৬৬৪ জন।

জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে এমনটাই জানা গেছে।  

আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, কিশোরগঞ্জ জেলার মধ্যে সবথেকে বেশি ভোটার রয়েছে কিশোরগঞ্জ-১ আসনে। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৭৯ জন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৭২ হাজার ৪৬০ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৫৭ হাজার ৫১৯ জন।

আর জেলার ছয়টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫। বাজিতপুর ও নিকলী উপজেলা নিয়ে গঠিত এ আসনে বর্তমান ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৫৮০ জন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৪২ হাজার ৮৩৬ জন। সে হিসেবে এ আসনে গত ৫ বছরে ভোটার বেড়েছে ৩৫ হাজার ৭৪৪ জন।

অন্য আসনগুলোর মধ্যে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনে বর্তমান ভোটার ৪ লাখ ১৭ হাজার ৯৯ জন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৩ হাজার ৩৪৩ জন। সে হিসেবে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৫৩ হাজার ৭৫৬ জন।

করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৩০ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ১ হাজার ৪৬৮ জন। সে হিসেবে এ আসনে গত ৫ বছরে বেড়েছে ৫২ হাজার ৫৬২ জন।

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯৭৯ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৭ হাজার ২০১ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৪২ হাজার ৭৭৮ জন।

ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪৯৭ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৯১ হাজার ১৯২ জন। সে হিসেবে এ আসনে গত ৫ বছরে ভোটার বেড়েছে ৪১ হাজার ৩০৫ জন।


বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।