ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনে ‘হারিকেন’ প্রতীকে ববি হাজ্জাজের জোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
নির্বাচনে ‘হারিকেন’ প্রতীকে ববি হাজ্জাজের জোট সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ

ঢাকা: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে নতুন আরেকটি নির্বাচনী জোটের আত্মপ্রকাশ করেছে। ‘গণঐক্য’ নামের নতুন এ রাজনৈতিক জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হারিকেন’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ মুসলিম লীগ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) সমন্বিতভাবে আগামী নির্বাচনে ১শ’ আসনে প্রার্থী দেবে। জোটটির সব প্রার্থী মুসলিম লীগের প্রতীক ‘হারিকেন’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট, বিকল্পধারা বাংলাদেশের বদরুদ্দোজার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট এবারের নির্বাচনে আগে থেকেই আলোচনায় রয়েছে।

শর্তপূরণ করতে না পারার কারণ দেখিয়ে এনডিএমের নিবন্ধন আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। তাই দলটির নিজস্ব কোনো প্রতীক নেই। মুসলিম লীগ আগে থেকেই নির্বাচন কমিশনে নিবন্ধিত (নিবন্ধন নম্বর ২১)। মুসলিম লীগ নির্দিষ্ট সময়ের মধ্যে জোটগতভাবে প্রার্থী দেওয়ার তালিকাও নির্বাচন কমিশনে জমা দেয়নি। তাই নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, জোটগতভাবে মুসলিম লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এক্ষেত্রে তাদের প্রতীক ‘হারিকেন’ যে কোনো প্রার্থীকেই দিতে পারবে। আর এ সুযোগটিই নিচ্ছে এনডিএম।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, এনডিএম’র সমন্বয়ে গঠিত এই নির্বাচনী জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে।

এই নির্বাচনী জোটের প্রতীক হবে হারিকেন। ঐক্যের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ঐক্যের মহাসচিব হিসাবে থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করবেন এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে শুক্রবার (২৩ নভেম্বর) গণঐক্য’র আত্মপ্রকাশ হয়। এ সময় বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরী, এনডিএম যুগ্ম মহাসচিব পারভেজ খান, দফতর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ জোটের মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়:  ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।