ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মনোনয়নপ্রত্যাশী মেহেরুন্নেসার বাসায় পুলিশের তল্লাশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
মনোনয়নপ্রত্যাশী মেহেরুন্নেসার বাসায় পুলিশের তল্লাশি ইসিতে অভিযোগ করছেন মেহেরুন্নেসা

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বেগম মেহেরুনেন্নসা হকের বাসায় পুলিশি তল্লাশি ও হামলার অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। তিনি নিজেই ইসিতে এসে অভিযোগ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ও ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মেহেরুন্নেসা। তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির এই সদস্য অভিযোগপত্রে উল্লেখ করেন- ‘আমি দীর্ঘ বছর যাবত পল্লবী এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি ও কাউন্সিলর হিসেবে জনগণের খেদমত করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করতে চাই। আমার বিরুদ্ধে কখন কোথায় কোন মামলা হয় আমি বুঝতে পারি না। গত ২৩ নভেম্বর আমার বাসায় পুলিশ তল্লাশি চালায় ও আমাকে খুঁজতে থাকে। আমি অনেক আতঙ্কের মধ্যে আছি। ’

নির্বাচনকালীন সময়ে তাকে যাতে হয়রানি না করা হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য ইসির কাছে অনুরোধও জানান তিনি।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।