ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খোকার ছেলে ইশরাক ও সেলিম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
খোকার ছেলে ইশরাক ও সেলিম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল

ঢাকা: আসন্ন নির্বাচনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয় বলে জানা গেছে। 

একই কারণে বাতিল করা হয়েছে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মনোনয়নপত্রও।  

রোববার (০২ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে এ তথ্য জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশফাক উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেও তা গৃহীত হয়নি। কর্মকর্তারা বলছেন, এজন্যই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।  

এদিকে ঢাকা-৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তিনজনেরটি বাতিল করা হয়েছে।

ঢাকা-৫ আসনেও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। এর মধ্যে গৃহীত হয়েছে ৯ জনের।  
ঢাকা-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন প্রার্থী। বাতিল করা হয়েছে ৬ জনের। এই আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে বিকল্পধারা বাংলাদেশের কবির হোসেনেরও।  

ঢাকার ১৫টি আসনে ২১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত তিনটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।  

এদিকে ফেনী-১ আসনে খালেদা জিয়া ও রাজশাহী-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন স্থানীয় রিটার্নিং অফিসার।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।