ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাটোরে দুলুসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ৩০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
নাটোরে দুলুসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ৩০  মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। ছবি: বাংলানিউজ

নাটোর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলায় সদর আসনের বিএনপি প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল ও ৩০ জনের বৈধ করা হয়েছে। 

দু’টি ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার অভিযোগে বিএনপি প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করা হয়।  

রোববার (০২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ এ তথ্য জানান।

 

এছাড়া নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ঋণ খেলাপির আভিযোগে জাতীয় পাটির প্রার্থী আলাউদ্দিন মৃধা, একই আসনে হলফ নামায় স্বাক্ষর না দেওয়ায় জাসদ (ইনু) প্রার্থী ডিএম রনি পারভেজ আলমগীর, মুসলিমলীগ প্রার্থী শান্তি রিবেরু এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থাকায় বিএনপির আব্দুল আজিজের মনোনয়ন বাতিল করা হয়েছে।  

এদিকে স্বাক্ষর না থাকায় নাটোর-১ (লালপুর-বাগতিপাড়া) আসনে সাম্যবাদী দলের প্রার্থী বিরেন সাহার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বৈধ প্রার্থীরা হলেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, আওয়ামী লীগের অপর প্রার্থী কর্নেল (অব.) রমজান আলী, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের স্ত্রী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন, বিএনপির অপর প্রার্থী তাইফুল ইসলাম টিপু, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মনজুরুল ইসলাম বিমল, জাতীয় পাটির প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এ তালহা, ওয়ার্কার্স পার্টির প্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রার্থী আনছার আলী দুলাল, জাসদ (ইনু) প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মাদ খালেকুজ্জামান।

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বৈধ প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল এমপি, বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জাতীয় পার্টির সাবেক এমপি মুজিবুর রহমান সেন্টু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের আজিজার খান চৌধুরী আমেল।

নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে বৈধ অপর প্রার্থীরা হলেন- বিএনপির আনোয়ারুল ইসলাম আনু ও দাউদার মাহমুদ, ওয়ার্কাস পাটির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ মোস্তফা ওয়ালী উল্লাহ, বিকল্পধারা মুঞ্জুরুল আলম হাসু ও জাতীয় পাটির আনিছুর রহমান।

 নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বাছাই শেষে বৈধ হয়েছেন- আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক ও অ্যাডভোকেট জন গমেজ, ন্যাপের হারুন-অর-রশিদ, কৃষক শ্রমিক জনতা লীগের মুন্সি শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের বদরুল আমিন, এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আব্দুল হাকিম।

বাছাইকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামসহ প্রার্থী ও তাদের সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন।  

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাছাইয়ে তিনটি আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় নাটোরের চারটি আসনে বর্তমানে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৩০ জন।  

তিনি আরও বলেন, ৪টি নির্বাচনী এলাকায় মোট ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৩ জন, নাটোর-২ ( সদর ও নলডাঙ্গা) আসনে ৫ জন, নাটোর-৩ (সিংড়া) আসনে ৮ জন ও নাটোর-৪ ( গুরুদাসুপর-বড়াইগ্রাম) আসনে ১১ জন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।