ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পিরোজপুর ৩ আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
পিরোজপুর ৩ আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল  পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

পিরোজপুর: পিরোজপুরের তিনটি আসনে দুইটিতে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 

‌রোববার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনে তথ্যে গরমিল থাকার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী গেলাম হায়দারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। এছাড়া মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় বাতিল হয়েছে বিএনএফ’র মনিমোহন বিশ্বাসের মনোনয়নপত্র।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানি) আসনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপির পক্ষ থেকে আহম্মেদ সোহেল মঞ্জুর, ঐক্যফ্রন্টের পক্ষে লেবার পার্টির মো. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম আজাদ, সিপিবির মো. আব্দুল হামিদ ও বিএনএফ’র রেজাউল করিম গাজী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় তথ্যাদি থাকায় সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসনে আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- ডা. নজরুল ইসলাম, মো. আবু তারেক ও সুধীর রঞ্জন বিশ্বাস। ডা. নজরুল পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

রিটার্নিং কর্মকর্তা জানান, তথ্যে গরমিল থাকার অভিযোগে ডা. নজরুল ইসলাম, ও মো. আবু তারেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে । এছাড়া সুধীর রঞ্জন বিশ্বাস তার জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে ভোটারদের স্বাক্ষর জমা দেননি এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।