ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেখ তন্ময়ের বাৎসরিক আয় ৬৬ লাখ টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
শেখ তন্ময়ের বাৎসরিক আয় ৬৬ লাখ টাকা শেখ তন্ময়। ছবি: ফাইল ফটো

বাগেরহাট: বাগেরহাটের চারটি আসনে বিভিন্ন দলের ২৬ জন বৈধ প্রার্থী রয়েছেন। এরমধ্যে সব থেকে আলোচিত প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত বঙ্গবন্ধু পরিবারের শেখ তন্ময়। 

তরুণ প্রার্থী হিসেবে তিনি বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে নির্বাচন করছেন।

নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিলকৃত হলফনামায় তিনি নিজেকে ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন।

তার শিক্ষাগত যোগ্যতা অনার্স গ্রাজুয়েট। তিনি মালবাহী নৌযানের ব্যবসা করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম শেখ লজিস্টিক। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজধানীর গুলশান-১ এ। ওই কোম্পানিতে ৮৪ লাখ ২ হাজার ৩৬৭ টাকা মূলধন রয়েছে।

শেখ তন্ময় বাগেরহাট পৌর আওয়ামী লীগের সদস্য। হলফনামায় তিনি বাগেরহাট শহরের মিঠাপুকুর ক্রস রোডস্থ ১০-১১৯/১ নং বাসার ঠিকানা ব্যবহার করেছেন। তিনি বিবাহিত হলেও কোন সন্তানাদি নেই তার। তার স্ত্রীর নাম শেখ ইফরাহ তন্ময়। তন্ময়ের নামে কোন মামলা নেই। কোনদিন কোনো মামলাও হয়নি বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

হলফনামায় তিনি আরো উল্লেখ করেছেন, ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৬৬ লাখ ২১ হাজার ৬১৩ টাকা। বর্তমানে শেখ তন্ময়ের হাতে নগদ ৩৩ লাখ ৬৬ হাজার ১৩৭ টাকা আছে। শেখ এক্সিম লিমিটেডে তার ১৫ লাখ টাকা মূল্যের শেয়ার রয়েছে। শাহ-জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে এ ৫ লাখ ৪ হাজার ৯৪৩ টাকা জমা আছে শেখ তন্ময়ের। একই ব্যাংকে নিজ স্ত্রীর নামে ২ লাখ ৫২ হাজার ৫৫১ টাকা জমা আছে। ১০০ তোলা স্বর্ণ রয়েছে শেখ তন্ময়ের। যা তিনি বিবাহকালীন পেয়েছেন।  

বাবা বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের কাছ থেকে তিনি এমভি তন্ময় ও এমভি ইফরাহ উদ্দিন নামে দুটি নৌযান পেয়েছেন। যার মূল্য ৫৩ লাখ ৬৭ হাজার ৮৯ টাকা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।