ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

এরশাদ টিকে আছেন, বাদ কাদের সিদ্দিকী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৪, ডিসেম্বর ৯, ২০১৮
এরশাদ টিকে আছেন, বাদ কাদের সিদ্দিকী

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আরেক আদেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনও নাকচ হয়েছে।

প্রার্থিতা বিষয়ে আপিলের তৃতীয় ও শেষ দিন শনিবার (৮ ডিসেম্বর) শুনানিতে এ আদেশ দেয় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে পুরো কমিশন আপিল শুনানি করে।

রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছিলেন সাব্বির আহম্মেদ নামে প্রগতিশীল গণতান্ত্রিক দলের এক প্রার্থী। শুনানিতে এ আবেদন নাকচ করা হয়।

অন্যদিকে ঋণখেলাপের কারণ দেখিয়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল কছিলেন রিটার্নিং কর্মকর্তা। ইসির শুনানিতে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ ও ৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।