ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুরে ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
গাজীপুরে ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার 

গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে গাজীপুরে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তারা হলেন: গাজীপুর-১ (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটির একাংশ) আসনে জাতীয় পার্টির শরীফুল ইসলাম, গণফোরামের রফিকুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল মজিদ।  

গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সিটি করপোরেশন) আসনে জাতীয় পার্টির মাহবুবুল আলম ও জয়নাল আবেদীন।

 

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর একাংশ) বাসদের জহিরুল ইসলাম মণ্ডল ও গাজীপুর-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আল আমিন দেওয়ান।  

গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন গাজীপুরের ৫টি আসনে মোট ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।