ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
কিশোরগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার প্রতীকী

কিশোরগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ১৩ প্রার্থী।

রোববার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র এতথ্য নিশ্চিত করে।

মনোনয়নপত্র প্রত্যাহার প্রার্থীরা হলেন- 
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের (দ্বিতীয়) মশিউর রহমান হুমায়ূন, বিএনপির (দ্বিতীয়) খালেদ সাইফুল্লাহ সোহেল খান, গণতন্ত্রী পার্টির ভূপেন্দ্র ভৌমিক দোলন, জমিয়তে উলামায়ে ইসলামের মুহাম্মদুল্লাহ জামী, কৃষক শ্রমিক জনতা লীগের আমিনুল ইসলাম তারেক ও গণফোরামের আজহারুল ইসলাম।

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপির (দ্বিতীয়) শহীদুজ্জামান কাকন ও গণফোরামের এম শফিউর রহমান বাচ্চু।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনে বিএনপির জালাল মো. গাউস ও সাইফুল ইসলাম সুমন।  

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে বিএনপির মাহমুদুর রহমান উজ্জ্বল ও গণতন্ত্রী পার্টির গাজী এনায়েতুর রহমান।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) নূরুল কাদের সোহেল।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।