ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

একই আসনে বাবা আপেল, ছেলে নোঙ্গর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
একই আসনে বাবা আপেল, ছেলে নোঙ্গর

ফেনী: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন বাবা-ছেলে। 

আওয়ামী লীগ থেকে গত দুইবারের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার এবার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আপেল প্রতীক নিয়ে।  

অন্যদিকে নোঙ্গর প্রতীকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী তার ছেলে ইশতেয়াক আহমদ সৈকতও।

বাবা-ছেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বেশ আলোচনা চলছে পুরো নির্বাচনী এলাকাজুড়ে।

যাচাই-বাছাই পর্বে উত্তীর্ণ হওয়ার পর সোমবার (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্ধের দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের কাছ থেকে আবুল বাশারের পক্ষে আপেল প্রতীক সংগ্রহ করেন দাগনভূঞার পৌর কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ।

অন্যদিকে তার ছেলে প্রকৌশলী ইশতেয়াক আহমদ সৈকত নোঙ্গর প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক সংগ্রহকালে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সৈকত বলেন, আমার বাবা আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় ফেনী-৩(সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাধারণ জনগণ হতাশ।

তিনি বলেন, আমি ও আমার বাবা দুইজনই স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচনের মাঠে থাকবো।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।