ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটের নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টিতে কাজ করছে ইসি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
ভোটের নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টিতে কাজ করছে ইসি কর্মশালায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

রংপুর:  নারীসহ সব ভোটারের জন্য নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। 

বুধবার (১৯ ডিসেম্বর) রংপুরে আরডিআরএস মিলনায়তনে আয়োজিত ‘অ্যাওয়ারনেস রাইজিং অন উইমেন পারটিসিপিশন সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন ইলেকশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম বলেন, নারীরা সবচেয়ে ক্ষমতাবান।

তারাসহ সব ভোটার যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন আমরা সেজন্য ব্যবস্থা করেছি। ভোটের নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন দলের অভিযোগ থাকতে পারে, তবে আমরা সব বিষয় মাথায় রেখেই এগোচ্ছি।  

‘আমরা নির্বাচনের প্রায় সকল বিষয়ে গুছিয়ে এনেছি। ভোটারদের নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। ’

তিনি বলেন, ভোট কারচুপি বন্ধে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হচ্ছে। ভোটের পরিবেশ সৃষ্টিসহ সকল ব্যবস্থাপনায় সরকারের কোনো চাপ নেই।  

‘তাছাড়া নির্বাচনকালীন বিষয়ে প্রশাসনের সবাই ইসিকে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত ও সকল জেলায় ভোটের পরিবেশ বিরাজমান,’ বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।  

রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- রংপুরের বিভাগীয় কমিশনার জয়নুল বারী, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, নারী ভোটারদের অংশগ্রহণ শীর্ষক প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় ভোটারদের অংশগ্রহণ ও ভোটের ভাবনা শীর্ষক নাটিকা পরিবেশন করা হয়।  

পরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।  

এর আগে নির্বাচনে সকল পেশার মানুষকে অংশগ্রহণে সচেতনতামূলক একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।