ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাঁথিয়ায় আবু সাইয়িদের ওপর ফের হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
সাঁথিয়ায় আবু সাইয়িদের ওপর ফের হামলার অভিযোগ

পাবনা: পাবনা-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের ওপর আবারো হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।। এ সময় দুইটি গাড়ি ভাঙচুর ও তার আট সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে জেলার সাঁথিয়া উপজেলার সেলন্দা বাজারে নির্বাচনী গণসংযোগের সময় এ হামলার ঘটনা ঘটে।
 
ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ অভিযোগ, সেলন্দা বাজারে পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা চালানোর সময় জয় বাংলা স্লোগান দিয়ে অতর্কিত আমাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে একদল দুর্বৃত্ত।

এসময় গণসংযোগে থাকা দু’টি গাড়ি ভাঙচুর করে তারা। এতে আমিসহ আমার আট কর্মী আহত হয়েছে।  

আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

তারা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক হামলা করেই যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।  

এ নিয়ে ১৩ বার তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন অধ্যাপক আবু সাইয়িদ।

এ বিষয়ে অধ্যাপক আবু সাইয়িদের ব্যক্তিগত সহকারী মেহেদী হাসান বলেন, আমরা স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ঘটনা অবহিত করেছি।  

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত না করে বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।