ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট কেনার সময় জাল টাকাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
ভোট কেনার সময় জাল টাকাসহ যুবক আটক জাল টাকা

নেত্রকোনা: নেত্রকোণায় ভোট কেনার সময় ২৩ হাজার টাকার জালনোটসহ এনামূল হক জুনায়েত (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রাম থেকে তাকে আটক করা হলেও তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রেখে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে গণমাধ্যমকে জানানো হয়।

জুনায়েত নেত্রকোনা পৌর শহরের খতিবনগুয়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, জাল টাকা নিয়ে নির্বাচনের ভোট কিনতে গিয়েছিলো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে জুনায়েত। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।