ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

আশরাফকে সমর্থন দিয়ে সরে গেলেন রবের জেএসডির প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, ডিসেম্বর ২৯, ২০১৮
আশরাফকে সমর্থন দিয়ে সরে গেলেন রবের জেএসডির প্রার্থী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুহা. আব্দুর রহমান।

আব্দুর রহমান শনিবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে লিখিতভবে এ বিষয়টি অবগত করেছেন।

তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সেইসঙ্গে সৈয়দ আশরাফকে সমর্থন দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।