ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পোলিং এজেন্ট নিয়োগ করতে পারিনি: মিনু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
পোলিং এজেন্ট নিয়োগ করতে পারিনি: মিনু মিজানুর রহমান মিনু। 

রাজশাহী: নিজ আসনের ৩৯টি কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ করতে পারেননি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। 

অভিযোগ করে তিনি বলেন, গতরাতে ৪৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাই ৩৯টি কেন্দ্রে কোনো পোলিং এজেন্ট নিয়োগ করতে পারিনি।

 

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।  

অভিযোগ করে মিনু বলেন, গতরাত ১২টা থেকে ভোর চারটা পর্যন্ত রাজশাহীর সবগুলো আসনে ভোটগ্রহণ করা হয়ে গেছে। নির্বাচনে প্রহসনের ফলাফল হবে।

তবে মিনুর এমন অভিযোগের জবাবে একই আসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীর সবগুলো আসনের ভোটকেন্দ্রগুলো দখলের পায়তারা শুরু করেছে জামায়াত-শিবির চক্র। সকালে রাজশাহীর ১৯ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে এবং ২ নং ওয়ার্ডের নগরপাড়া কেন্দ্র দখল নিয়েছিল শিবিরকর্মীরা। পরে জনপ্রতিরোধের মুখে পালিয়ে যায় তারা।

তিনি বলেন, ভোট কেন্দ্র দখল বিএনপি ও জামায়াতের পুরোনো সংস্কৃতি। তারা নির্বাচন বানচালের পায়তারা করছেন।

দেশজুড়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসএস/আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।