ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

এম আব্দুল্লাহ আল মামুন খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ময়মনসিংহে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কেন্দ্রে নারী ভোটাররা, ছবি: অনিক খান

ময়মনসিংহ: ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। কিন্তু শীতের তীব্রতা উপেক্ষা করেই ভোটকেন্দ্রে ছুটে এসেছেন নারী ভোটাররা। কেউ দলবেঁধে আবার কেউ সন্তান কোলে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন। বেলা বাড়তেই সোনা রোদের হালকা উত্তাপ মিলেমিশে যেন এক হয়েছে প্রতিটি ভোটকেন্দ্রের পথে।

এসব ভোটকেন্দ্রে পুরুষের মতো নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কোনো অংশে কম না। ভোট দিয়ে হাসিমুখেই বাড়ি ফিরতে দেখা গেছে নারী ভোটারদের।

ভোট দিয়ে কেন্দ্র ছাড়ার সময়েই অনেকেই বলেছেন, শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পেরেছি। কোনো রকম বিপত্তির মুখে পড়তে হয়নি।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ৭৪ নং উত্তর দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা নিয়েই নারীরা ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রে নারী ভোটাররা, ছবি: অনিক খানতাদের অবস্থা দেখে অনুমান করা যায়, নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিতেই উন্মুখ হয়ে আছেন তারা।

ময়মনসিংহ জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান জানান, ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ৩৭ লাখ ৫১ হাজার ৮৩২ জন ভোটার। এর মধ্যে নারী ভোটারই অর্ধেক।

এসব আসনে ১৮ লাখ ৯৩ হাজার ৬৯৭ জন পুরুষ ভোটারের বিপরীতে নারী ভোটার ১৮ লাখ ৫৮ হাজার ১৩৫ জন। প্রতিটি আসনে জয়-পরাজয় নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবেন নারী ভোটাররাই।

দেখা গেছে, কোনো কোনো ভোটকেন্দ্রে সাত সকালেই ভোট দিতে হাজির হয়েছেন নারী ভোটাররা। আবার দ্রুত রান্না-বান্না শেষ করে দুপুরের আগেভাগেই আসবেন অনেক নারী ভোটার।

ভয়হীন সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানান নারী ভোটার কামিন পাপিয়া (৪০), আসমা আক্তার (৩২) ও রোকেয়া বেগম (৪০)।

তাদের সঙ্গে কথা হচ্ছিলো স্থানীয় উত্তর দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। বাদেকল্পা পশ্চিমপাড়ায় তাদের বাড়ি।

এসব নারী ভোটাররা জানান, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা খুশি।

এই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মারুফ রব্বানী বাংলানিউজকে জানান, এই ভোট কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ২৭৪। নারী ও পুরুষ ভোটার সমান। সকাল সাড়ে ৯ টার মধ্যে মোট ভোট পড়েছে ২৫ শতাংশ। ভোটাররা উচ্ছ্বাস নিয়ে ভোটকেন্দ্রে আসছেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।