ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট উৎসব হয়ে গেলো: ইসি সচিব 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট উৎসব হয়ে গেলো: ইসি সচিব  বক্তব্য রাখছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ, ছবি: বাংলানিউজ

ঢাকা: ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, সারাদেশে ভোট উৎসব হয়ে গেলো। ২৯৯ আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে ছয়টিতে ইভিএম-এ ভোটগ্রহণ হয়েছে। কিছু এলাকায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। 

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

ইসি সচিব বলেন, প্রত্যেকটি সহিংস ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।

সহিংসতার ঘটনায় ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আর ৪০ হাজারের মতো কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ইইউডি/আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।