ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ভোটারের অপেক্ষায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ভোটারের অপেক্ষায় রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, পুলিশ, আনসার সবই আছে। শুধু নেই ভোটার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় ও রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে আটটি ভোটকেন্দ্রে গিয়ে এমনই চিত্র দেখা যায়। ওই আটটি কেন্দ্রে ভোটারের সংখ্যা ১৮ হাজারের মতো।  

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণে নিয়োজিতরা সবাই থাকলেও ভোটারের কোনো দেখা নেই। এসময় কয়েকটি বুথের ভেতরে গিয়ে ব্যালট বাক্স খালি দেখা যায়।

দু’টি বাক্সে একটি করে ভোট দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রিজাইডিং অফিসার বাংলানিউজকে বলেন, ভোট নিয়ে আমাদের কোনো কমেন্টস করার নিয়ম নেই। আপনি যা দেখতে পাচ্ছেন তাই লিখে দেন। দেড় ঘণ্টায় কতো ভোট কাস্ট হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনও হিসাব নেওয়া হয়নি।

কোনো বুথে ভোটার নেই কেন জানতে চাইলে প্রিজাইডিং অফিসার বলেন, আবহাওয়ার কারণে হয়তো ভোটাররা আসছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবেন।

ওই স্কুলে মোট চারটি কেন্দ্রে ৯ হাজার ভোটার থাকলেও কোনো ভোটার দেখা যায়নি। এ চার কেন্দ্রে সব পুরুষ ভোটার বলেও জানালেন প্রিজাইডিং অফিসার।

ওই কেন্দ্রের ৩ নম্বর বুথে নৌকা মার্কার এজেন্ট মুজিবুর রহমান বলেন, এখনও কোনো কোনো ভোটার ভোট দেননি। বৃষ্টির কারণে হয়তো আসছেন না। তবে দুপুরের দিকে ভোটার আসতে পারে বলে জানান তিনি। ওই কেন্দ্রের ১, ২, ৩, ৪ নম্বর বুথে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্টও পাওয়া যায়নি। যদিও মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।   

একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরেও চারটি কেন্দ্র। এ চারটি কেন্দ্রই নারী ভোটারদের জন্য। সেখানে ১, ২, ৩, ৪ নম্বর বুথে ঢুকে সকাল ১০টা পর্যন্ত সবগুলো ব্যালট বাক্স খালি দেখা যায়।

দায়িত্বরত নিরাপত্তা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারা বলেন, বৃষ্টির কারণে হয়তো ভোটাররা আসছেন না। তবে এখন বৃষ্টি নেই, কিছুক্ষণ পর ভোটার আসবেন বলে আশা করছি। নারী ভোটারদের এ চার কেন্দ্রে ৯ হাজার ভোটার রয়েছে বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।