ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালীগঞ্জ পৌরসভার নতুন মেয়র আশরাফুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
কালীগঞ্জ পৌরসভার নতুন মেয়র আশরাফুল

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আশরাফুল আলম আশরাফ নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।  

আশরাফুল আলম নৌকা প্রতীকে ১১ হাজার ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীকে পেয়েছে ৩ হাজার ৯৮৮ ভোট। এ পৌরসভায় মোট ভোটার ৩৮ হাজার ৫৮৮ জন।

২০১৮ সালের ২২ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী বিশ্বাস মারা যাওয়ার পর ওই পৌরসভায় মেয়র পদটি শুন্য হয়ে যায়। এরপর থেকে প্যানেল মেয়র আশরাফুল আলম ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্ব পালন করছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।