বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বেসরকারিভাব বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।
জানা যায়, ২১টি কেন্দ্রে ১৮ হাজার ৩২৬ ভোট পেয়ে মহিউদ্দিন আহম্মদ জয়ী হয়েছেন।
এদিকে, এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে, সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনটি