ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান

বরগুনা: বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ছয়টি ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর ও নয়টি ওয়ার্ডে ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  

বে-সরকারিভাবে যারা কাউন্সিলর নির্বাচিত হলেন- ২নং ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম সেলিম পঞ্চায়েত, ৪নং ওয়ার্ডে মো. রিয়াজ মৃধা, ৫নং ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন ফরহাদ, ৬নং ওয়ার্ডে আবুল বাশার রুমি, ৭নং ওয়ার্ডে সামসুল হক চৌকিদার, ৮নং ওয়ার্ডে কালু মিয়া।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লিপি বিশ্বাস, ফরিদা ইয়াসমিন ও মাকসুদা আক্তার বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

এরআগে, মেয়র পদে মো. মতিয়ার রহমান ও কাউন্সিলর পদে মো. হাবিবুর রহমান মীর, জাহিদুল ইসলাম জুয়েল ও জিএম মুছা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।