ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

শাহজাদপুরে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, মার্চ ১০, ২০১৯
শাহজাদপুরে দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

সিরাজগঞ্জ: কেন্দ্র দখল করে জাল ভোট ও ভোটারের উপস্থিতির চেয়ে কাস্টিং বেশি হওয়ায় সিরাজগঞ্জে শাহজাদপুরে দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। 

রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীফলতলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কৈজুরী মুহিবুর রহমান দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।  

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, কৈজুরী মুহিবুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলাকালে একদল দুষ্কৃতিকারী এসে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়, প্রিজাইডিং অফিসারের এমন অভিযোগের ভিত্তিতে ওই ভোটকেন্দ্রটি স্থগিত করা হয়।

 

অপরদিকে শ্রীফলতলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতির তুলনায় ভোট কাস্টিং বেশি হওয়ায় কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।