ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালীগঞ্জে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
কালীগঞ্জে অনিয়মের অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১০ মার্চ) বেলা ১২টার দিকে তাকে প্রত্যাহার করা হয়। রেজাউল করিম কালীগঞ্জ কেইউপি সরকারি কলেজের প্রভাষক।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ ওঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিমকে প্রত্যাহার করেছেন। পরে জরুরিভাবে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে সোনালী ব্যাংকের কর্মকর্তা কোরাই জাবানুরকে দায়িত্ব দেওয়া হয়।  

এ ছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদ এর পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য আবু হানিফ সাগরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।