মোল্লাহাটে আওয়ামী লীগ প্রার্থী শাহিনুল আলম ছানা ৫৪ হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন মোল্লা ৩ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
এছাড়া, এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সেলিম রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম নির্বাচিত হয়েছেন।
ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী স্বপন দাস ৭৪ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্কার্স পার্টি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মাদ মোড়ল পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট।
অপরদিকে, মোরেলগঞ্জে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু ১১০টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রে ২২ হাজার ৩৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান বাবুল দোয়াত কলম প্রতীকে ৭ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।
এদিকে, জেলার নয়টি উপজেলার মধ্যে শুধু বাগেরহাট সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট নেওয়া হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে উড়োজাহাজ মার্কার প্রার্থী খান রেজাউল ইসলাম ৩০ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরদার মাসুদুর রহমান ১১ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। এছাড়া, চশমা প্রতীকে মো. আমিরুল ইসলাম ৭ হাজার ১৭২ এবং তালা প্রতীকে সরদার আব্দুল কাদের ২ হাজার ১৬২ ভোট পেয়েছেন।
এর আগে, চেয়ারম্যান পদে বাগেরহাট সদর উপজেলায় সরদার নাসির উদ্দিন, কচুয়ায় এসএম মাহফুজুর রহমান, মোংলায় আবু তাহের হাওলাদার, শরণখোলায় কামাল উদ্দিন আকন, রামপালে মোয়াজ্জেম হোসেন, চিতলমারিতে অশোক কুমার বড়াল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফকিরহাটে ভাইস চেয়ারম্যান পদে শেখ মোস্তাইদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা বেগম এবং সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোংলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার হাই নির্বাচিত হয়েছেন।
কচুয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. ফিরোজ আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রামপালে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নুরুল হক লিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনেয়ারা মিলি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শরণখোলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রহিমা আক্তার হাসি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চিতলমারীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এসএম মাহাতাবুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেরা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোরেলগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মোজাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা খানম এগিয়ে রয়েছেন।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এনটি