বুধবার (০৮ মে) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য দেন।
এসময় তিনি বলেন, বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ হবে ২৪ জুন, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে।
ইসি সচিব বলেন, এ আসনের উপ-নির্বাচনে সম্পূর্ণভাবে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ ক্ষেত্রে এক ঘণ্টা সময় পেছানো হয়েছে।
বগুড়া-৬ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচিত হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় তার আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ পরিপ্রক্ষিতে আসনটিতে ২৪ জুন উপ-নির্বাচনের তফসিল দেয় ইসি।
সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
আরও পড়ুন>> ঈদের পর ফখরুলের শূন্য আসনে উপ-নির্বাচন
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৮, ২০১৯
ইইউডি/টিএ