বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী আবুল হাসান আনারস প্রতীকে ৬০২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কয়রা সদর ইউনিয়নের উপ-নির্বাচনে হুমায়ুন কবির বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কয়রা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৪শ ৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮শ ৮৬ ভোট। এছাড়া আওয়ামী লীগের মেহেদী হাসান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬শ ৯৬ ভোট।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য জানান। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ দু’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আসন শূন্য ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমআরএম/এএ