ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাড়াইলে দামিহা ইউপি চেয়ারম্যান হলেন মনিরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
তাড়াইলে দামিহা ইউপি চেয়ারম্যান হলেন মনিরুল মনিরুল হক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীক নিয়ে ৫ হাজার ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মনিরুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভিন সুলতানা চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৩৭ ভোট।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে বেসরকারিভাবে সর্বমোট ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে এদিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও হোসেনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বাংলানিউজকে ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

দামিহা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৭১ জন এবং নারী ৯ হাজার ১৪৯ জন রয়েছেন।

নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন মো. মনিরুল হক (লাঙ্গল), পারভিন সুলতানা (চশমা), মো. তাজুল ইসলাম ভূঞা (নৌকা) ও মো. সাজেদুল ইসলাম (ঘোড়া)।

দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে মো. হুমায়ন কবির ভূঞা পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেন। এজন্য পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।