ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেরপুরে সদর উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
শেরপুরে সদর উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগ জয়ী

শেরপুর: শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম ৮২৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৫১২১৭ ভোট।

সোমবার (১৪ অক্টোবর) রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের আশরাফুল আলম মিজান। অপর তিন প্রতিদ্বন্দ্বী টিউবঅয়েল প্রতীকের আল হেলাল পেয়েছেন ৩৩৮৪৭ ভোট, উড়োজাহাজ প্রতীকের মো. জুলহাস উদ্দিন ১০০৬০ ভোট এবং মাইক প্রতীকের মোহাম্মদ মুসা মিয়া  ১০৮৯২ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের সাবিহা জামান শাপলা। তিনি পেয়েছেন ১ লাখ ৬০৪২ ভোট।  

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।