ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে প্রার্থী দাঁড়ালো ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে প্রার্থী দাঁড়ালো ৭

ঢাকা: জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রার্থিতা ফিরে পাওয়ায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে প্রার্থী সংখ্যা দাঁড়ালো সাতজনে। এ নির্বাচনে বিএনপির প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোননয়নপত্র দাখিলের শেষ সময় ১২ ডিসেম্বর, বাছাই ১৫ ডিসেম্বর, প্রত্যাহার ২২ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি।

গত ১৫ ডিসেম্বর বাবলু ও গণফ্রন্ট প্রার্থী উত্তর কুমারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে ‍আপিল করলে তা গ্রহণ করে সংস্থাটি।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আপিল শুনে নির্বাচন কমিশন (ইসি) বাবলুর আবেদন মঞ্জুর করে। তার মনোনয়নপত্র ঋণখেলাপিজনিত কারণে অবৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান।

ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, বাবলুর প্রার্থিতা ফিরে পাওয়ায় উপ-নির্বাচনটিতে প্রার্থী সংখ্যা দাঁড়ালো সাতজনে। অন্যরা হলেন- বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বাপন দাশগুপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

চট্টগ্রাম-৮ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) সাবেক সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে এ মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৬৭ বছর। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

গত ৭ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। যার পরিপ্রেক্ষিতে ভোটের আয়োজন করছে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোট আয়োজন করার বিধান রয়েছে।  

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৯২ জন ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।