বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাদের জানায় বিএনপি।
এই চিঠির অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়েও দিয়েছে দলটি।
এর আগে নির্বাচন কমিশন চিঠি দিয়ে সব দলের কাছে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর জানতে চেয়েছিল।
সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর জানাতে হয়।
গত ২২ ডিসেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সে মোতাবেক ২৮ ডিসেম্বর দলের মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর জানানোর শেষ সময়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ইইউডি/টিএ