ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

বিএনপির প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষমতা মির্জা ফখরুলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
বিএনপির প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষমতা মির্জা ফখরুলের

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিস) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন দেওয়ার ক্ষমতা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাদের জানায় বিএনপি।

এই চিঠির অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়েও দিয়েছে দলটি।

এর আগে নির্বাচন কমিশন চিঠি দিয়ে সব দলের কাছে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর জানতে চেয়েছিল।

সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর জানাতে হয়।

গত ২২ ডিসেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সে মোতাবেক ২৮ ডিসেম্বর দলের মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর জানানোর শেষ সময়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ইইউডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।