ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিনভর বাছাই শেষে সাংবাদিকদের জানিয়েছেন, মেয়র পদে সাতজনসহ ৪৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৯ জন মনোয়নপত্র জমা দিয়েছিলেন।
এদের মধ্যে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হয়েছে।
মেয়র পদে যে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, তারা হলেন- পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, ক্ষমতাসীন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক ও এনপিপির আনিসুর রহমান দেওয়ান।
জাতীয় পার্টির জিএম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার না হওয়ায়, মেয়র পদে তার মনোনয়নপত্রটি অবৈধ হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি করতে হবে ৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
ইইউডি/টিএ