ইসির উপ-সচিব মো. শাহ আলম সিইসির সফর সংক্রান্ত একটি অফিস আদেশ এরই মধ্যে জারি করেছেন। এতে বলা হয়েছে- সিইসির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সফর করবে।
সিইসি ২৩ জানুয়ারি গিয়ে ফিরবেন ২৫ জানুয়ারি। এ সফরে তিনি সভাপতি হিসেবে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোজা) বৈঠকেও যোগ দেবেন।
সফরে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী স্ত্রী-পূত্রসহ যাচ্ছেন। শাহদাত হোসেন চৌধুরী ২২ জানুয়ারি গিয়ে ফিরবেন ২৭ জানুয়ারি। ইসির উপ-সচিব মো. আবদুল হালিম খান যাবেন ২২ জানুয়ারি আর ফিরবেন ২৬ জানুয়ারি।
এ সফরের ব্যয়ের একটি অংশ ভারতের নির্বাচন কমিশন এবং আরেকটি অংশ বাংলাদেশ নির্বাচন কমিশন বহন করবে।
ঢাকার দুই সিটি ভোটের আপিল কার্যক্রম শেষ ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১০
ইইউডি/ওএইচ/