বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের তথ্য জানিয়ে আবদুল বাতেন বলেন, মেয়র পদে সাতজনের কেউ প্রত্যাহার করেননি।
তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আইন মেনে প্রচার চালাতে পারবেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করে প্রচারণা চালাতে পারবেন। প্রার্থীরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ক্যাম্প স্থাপন করতে পারবেন। সেখানে শুধু নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
‘কোনো ধরনের মিছিল, শোডাউন, বড় ধরনের জনসভা, তোরণ নির্মাণ করা যাবে না। ঘরোয়া মিটিং করতে পারবেন। ’
আবদুল বাতেন বলেন, অনেক প্রার্থীর পোস্টার লাগানো আছে বলে অভিযোগ এসেছে। যেসব প্রার্থীর পোস্টার আছে তাদের বিষয়টি তদারকি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ডিএন/আরবি/