ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিএসসিসিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ কাউন্সিলর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ডিএসসিসিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ কাউন্সিলর ফাইল ফটো

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চার কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে দু’জন সাধারণ ওয়ার্ড এবং দু’জন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী হওয়ায় রিটার্নিং অফিসার আবদুল বাতেন আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির রিটার্নিং অফিসার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চারজনই আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী। তারা হলেন- ২৫ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর) এবং ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (১৬, ১৭ ও ১৮ সাধারণ ওয়ার্ড) নারগীস মাহতাব (বর্তমান কাউন্সিলর), ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (২২, ২৩, ২৬)  নিলুফার রহমান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ডিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।