ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রচার শেষ, ভোটের অপেক্ষায় চট্টগ্রাম-৮ আসনের ভোটাররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
প্রচার শেষ, ভোটের অপেক্ষায় চট্টগ্রাম-৮ আসনের ভোটাররা

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের নেতা মঈন উদ্দীন খান বাদলের চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায়। সব প্রস্তুতি শেষে এখন কেবল ভোটের অপেক্ষা। আগামী ১৩ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, এ আসনের পুরোটাই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণসহ মক ভোটিংও সম্পন্ন হয়েছে।

এবার ভোটের অপেক্ষা।

চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ২০১৮ সালের ৭ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এর পরিপ্রেক্ষিতে একই বছর ১ ডিসেম্বর ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বাদলের বয়স হয়েছিল ৬৭ বছর। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে, শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোটের আয়োজন করার বিধান রয়েছে। সে অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৯২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোননয়নপত্র দাখিল শেষ সময় ১২ ডিসেম্বর, বাছাই ১৫ ডিসেম্বর, প্রত্যাহার ২২ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি।

আপিল করেও জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দীন আহমদ বাবলু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন- বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বাপন দাশগুপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।