শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিন তিনি।
লিখিত অভিযোগে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী লিয়াকত আলী লেখেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (সারোয়ার হোসেন আলো) আমার বাড়ির সামনে (২২/২৩, পদ্মনীধি লেন, ওয়ারী) রাস্তা দখল করে জন ও যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে তার নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন।
একই ওয়ার্ডে তিনি একের অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন যা সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা-২০১৬ এর বিধি-১২ (২) ধারা সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে দক্ষিণ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, আমরা প্রতিটি অভিযোগ আমলে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠিয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ডিএন/এএ