তাপস অভিযোগ করে বলেন, আমি শনিবার (১১ জানুয়ারি) আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে বিএনপির হয়ে মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়েছি। সেখানে সবার সঙ্গে দেখা করেছি, ভোট প্রার্থনা করেছি।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর শন্তিনগর কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এই অভিযোগ করেন।
তাপস বলেন, আমরা চাই সম্প্রীতির রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আমরা এই রাজনীতির সূচনা করতে চাই। আমরা আশা করবো, সবাই আমার সঙ্গে সেই সূচনায় অংশ নেবেন। আমরা একটা সুন্দর, সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দেবো।
এ সময় তার সঙ্গে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী ছিলেন। তাপস এই দুই প্রার্থীকে সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দেন। এরপর তিনি পল্টন, মালিবাগ, সেগুনবাগিচা, মতিঝিল, শাহজাহানপুর, সিদ্ধেশ্বরী, বেইলি রোড এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসকে/এইচএডি/