রোববার (১২ জানুয়ারি) বিকেলে মোহাম্মাদপুর টাউন হল ও বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন।
ডা. সাজেদুল হক রুবেল বলেন, আমরা নির্বাচিত হলে শ্রমজীবী, নিম্ন আয়ের সাধারণ মানুষ ও দলিত জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করবো।
এর আগে সকাল থেকেই মোহাম্মাদপুর টাউন হল, ইকবাল রোড, লালমাটিয়া এলাকায় কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন ডা. রুবেল।
এসময় উপস্থিত ছিলেন সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক এবং প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় নেতা লুনা নূর, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, আসলাম খান, নির্বাচন পরিচালনা কমিটির নেতা জামাল হায়দার, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, যুব ইউনিয়ন নেতা শিমুল খান প্রমুখ।
এছাড়াও সকালে সেনপাড়া ভিশন মোড়, পুলপাড়, কাজীপাড়া, ইব্রাহীমপুর, উত্তর কাফরুল, বাড্ডা, খিলগাঁও, রামপুরা, গোড়ান, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন কাস্তে মার্কার সমর্থকেরা।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরকেআর/এএ