বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বিএনপির প্রার্থী সেগুন আবদুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্প থেকে প্রচারণা শুরু করে বেড়িবাঁধের ঢাল দিয়ে উত্তরা ৯নং সেক্টরের শেষ মাথার দিকে যাচ্ছিলেন।
সেগুন অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ সরকার দলীয় প্রার্থীর ৫০ থেকে ৬০ জনের একটি দল আমাদের মারধর করেছে। সবচেয়ে অমানবিক বিষয় হচ্ছে, ছাত্রদলের চার কর্মীকে তারা মারধর করতে করতে এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়লে নিস্তার পায়। এছাড়া আমাকে নির্বাচনী প্রচারণা চালাতে নিষেধ করেছে দলটি।
গুরুতর আহতরা হলেন- স্থানীয় যুবদলের বকুল হোসেন, ঢাকা উত্তর ছাত্রদলের সদস্য রাজন মুহাম্মদ রাজ, রবিউল আউয়াল ভূঁইয়া, সাইফুল ইসলাম সাইফ ও সোহেব আহমদ।
ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এমএইচ/টিএ