রোববার (১৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনটি ভেন্যুতে এ প্রশিক্ষণ চলছে।
ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী, পূর্বরামপুরা ঢাকা (সাধারণ ওয়ার্ড নং ২২,২৩,৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড নং ০৮), তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, পূর্ব তেজতুরী বাজার, তেজগাঁও ঢাকা (সাধারণ ওয়ার্ড নং ২৪, ২৫, ৩৫ ও সংরক্ষিত ওয়ার্ড নং ০৯) ও উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ সেক্টর ৭, উত্তরা, ঢাকা (সাধারণ ওয়ার্ড নং ৪৩, ৪৪, ৪৫ ও সংরক্ষিত ওয়ার্ড নং ১৫)।
এই ভেন্যুগুলোতে ১৯ ও ২০ জানুয়ারি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ইসি জানায়, উত্তর সিটি কর্পোরেশনে প্রায় ৩০ হাজার প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ নেবেন।
এবারের উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ ডিসেম্বরের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ১৮, মোট ভোটকেন্দ্র ১৩১৮, মোট ভোটকক্ষের সংখ্যা ৭৮৪৬ অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৭৫৪টি, মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও মহিলা ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন রয়েছেন।
আসন্ন ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সিটি নির্বাচনে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। চলতি বছরের ১১ জানুয়ারি শুরু হওয়া ভোটকর্মীদের এ প্রশিক্ষণ চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা জানুয়ারি ১৯, ২০২০
এসএমএকে/এএটি