ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটাররা ভয়ভী‌তি-শঙ্কার মধ্যে আছেন: তা‌বিথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ভোটাররা ভয়ভী‌তি-শঙ্কার মধ্যে আছেন: তা‌বিথ

ঢাকা: ভোটাররা যাতে ভয়ভী‌তি ছাড়া সুষ্ঠুভাবে ভোট দিতে পা‌রেন সে ব্যবস্থা নি‌তে নির্বাচন ক‌মিশনের প্র‌তি দা‌বি জা‌নিয়েছেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএন‌পির মনোনীত মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় গাবতলী পর্বত সি‌নেমা হলের সাম‌নে থে‌কে গণসং‌যোগ শুরুর আ‌গে সাংবাদিকদের সঙ্গে তি‌নি কথা ব‌লেন।

তা‌বিথ আউয়াল বলেন, ভোটাররা সুষ্ঠু নির্বাচন নি‌য়ে শঙ্কার ম‌ধ্যে আ‌ছেন।

ই‌ভিএম-এ ভোট নি‌য়ে জনগ‌ণের ম‌ধ্যে এক ধর‌নের শঙ্কা কাজ কর‌ছে। নি‌জের পছ‌ন্দের প্রার্থীকে ভোট দি‌তে পার‌বে কিনা তা নিয়ে তারা সন্দিহান।

তি‌নি ব‌লেন, ই‌সি নির্বাচ‌নের তা‌রিখ নি‌য়ে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছিল। এখন তা‌রিখ নি‌য়ে সুষ্ঠু সমাধা‌নে আস‌তে পে‌রে‌ছে। আমরা আশা কর‌বো তারা এখন ভোটার‌দের ভোট দেওয়ার প‌রি‌বেশ তৈ‌রি কর‌বে। আমরা ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। ভোটাররা ভোট দি‌তে পার‌লে বিজয় নি‌শ্চিত।

ধা‌নের শী‌ষের এ প্রার্থী অভিযোগ জানিয়ে ব‌লেন, আমা‌দের মাইক কে‌ড়ে নেওয়া হ‌য়ে‌ছে। বি‌ভিন্ন ধর‌নের বাধা দেওয়া হ‌চ্ছে। এভা‌বে চল‌লে ভোটাররা ভ‌য়ের ম‌ধ্যে থাক‌বে। সুষ্ঠু নির‌পেক্ষ নির্বাচন করা সম্ভব হ‌বে না।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক বেলাল আহ‌মেদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, ৯ নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএন‌পি, অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

এরপর তি‌নি ৯ নং ওয়া‌র্ডের কোর্টবা‌ড়ি, বাজার পাড়া, হ‌রিরামপুর, গোলার‌টেক, দিয়াবা‌ড়ি, বর্ধনবা‌ড়ি, বাঘবা‌ড়ি, গাবতলী বাসস্ট্যান্ড এবং ১১ নং ওয়া‌র্ডের কল্যাণপুর বাসস্ট্যান্ড, লেক‌ভিউ, দ‌ক্ষিণ পা‌ইকপাড়া, বটতলা, মধ্যপাইকপাড়া, লালওয়াল, নতুন বাজার, ডি টাইপ ক‌লোনি, কল্যাণপুর হাউ‌জিং এ‌স্টেট, পোড়াব‌স্তি, শহীদ মিনার রোডে গণসং‌যোগ কর‌বেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।