মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকায় গণসংযোগ করছিলেন ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এসময় পেছন থেকে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের প্রচারণায় ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
তখন ইট তাবিথের শরীরে এসেও পরে। এতে আহত হন তাবিথসহ কয়েকজন প্রচারকর্মী।
উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ তাবিথের সমর্থকদের।
মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের সঙ্গে বলেন, আমি আমার কর্মী ও এলাকাবাসীর প্রতি আহবান জানাচ্ছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখুন। আমাদের গণসংযোগ প্রতিনিয়ত ভোটারদের কাছে নিয়ে যাচ্ছে। আমরা কোনো ভয়ভীতিতে পিছু হটব না। একটু আগে আপনারা দেখেছেন, আমরা গণসংযোগ শুরু করলাম। পেছন থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে হামলা করা হয়েছে। আমার সঙ্গে যারা ছিলেন, তাদের মারধর করা হয়েছে। কিছু পুলিশের সামনে হামলা করা হয়েছে। আমি পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই, দায়িত্ব পালন করার জন্য। একইসঙ্গে আমি তাদের অনুরোধ করছি, তারা নিজের চোখে হামলাকারীদের দেখেছে। ওই এলাকার ঠেলাগাড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী মাসুমের নেতৃত্বে হামলা হয়েছে। পুলিশ যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
তিনি বলেন, এছাড়া আমি আমার প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিতে চাই, এ রকম কোনো হামলা, আমার ওপরে আঘাতে মনোবল ভাঙবে না। আমাকে পিছু হটাতে পারবে না। আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আগামী ১ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে প্রমাণ করবো।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএএইচ/টিএ