বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আবুল কাসেম বলেন, এবারের নির্বাচনে উত্তর সিটিতে ৮৭৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ জন সদস্য থাকবেন। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন করে সদস্য নিয়োজিত থাকবেন। শুধু তাই নয়, স্ট্রাইকিং ফোর্স, বিজিপি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; সবাই মাঠে থাকবেন।
উত্তরের রিটার্নি কর্মকর্তা আবুল কাসেম বলেন, ইভিএমের মাধ্যমে এবার ভোট হতে যাচ্ছে। ইভিএমে ভোট তরুণ প্রজন্ম বেশি পছন্দ করবে। তারা যেন ভোট কেন্দ্রে যায় এজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএমএকে/টিএ